আহসান হাবীব নীলু কুড়িগ্রাম।
বাংলাদেশকে সোনা জেতানো কুড়িগ্রাম শহরের সেই নারী অ্যাথলেট ফৌজিয়া হুদা জুঁই এখন ‘ডক্টর’ ফৌজিয়া হুদা জুঁই।
ইউনিভার্সিটি সায়েন্স মালয়েশিয়া থেকে এক্সারসাইজ এন্ড স্পোর্টস সায়েন্সের ওপর পিএইচডি ডিগ্রি নিয়েছেন ৩৮ বছর বয়সী সাবেক এই কৃতী অ্যাথলেট। নারী ক্রীড়াবিদ ও কোচদের মধ্যে তিনিই প্রথম যার স্পোর্টসের ওপর এমন ডিগ্রি রয়েছে।
জুইয়ের অ্যাথলেটিকস ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। দুইবার এসএ গেমসে লং জাম্পে রুপার পাশাপাশি জিতেছেন একটি ব্রোঞ্জ পদকও। ইরানে ইসলামিক ইনডোর গেমসে রয়েছে সোনার পদক। জাতীয় আসরে লং জাম্পে ১৩ বারের চ্যাম্পিয়ন। এর মধ্যে তিনটি রেকর্ডও রয়েছে। লং জাম্পের পাশাপাশি দুবার দ্রুততম মানবী হয়েছেন।
খেলা ছেড়ে বিকেএসপিতে কোচ হয়ে কাজ করছেন এক যুগ হলো। কোচিংয়ের পাশাপাশি কুড়িগ্রাম থেকে উঠে আসা জুই প্রায় ৫ বছর আগে মালয়েশিয়াতে পিএইচডি ডিগ্রি ক্লাসে ভর্তি হন। চলতি বছর ‘ডক্টর’ ডিগ্রী অর্জন করে।
অনেক আরাধ্যের ডিগ্রি অর্জন করে কুড়িগ্রাম থেকে উঠে আসা সাবেক অ্যাথলেট বেশ খুশি।