হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৭ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে মামলা দিয়ে ৭ জুয়াড়িকে বুধবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে।
গ্রেফতারকৃত জুয়াড়িরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর এলাকার মৃত: সোলেমান আলীর ছেলে আব্দুস ছালাম (৪১), মৃত: এলাহী বক্সের ছেলে রেজাউল করিম (৪৩), মৃত: বশির উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা (৪৫), সাইদুল ইসলামের ছেলে রিয়াজুল ইসলাম (৩১), সিরাবদী শেখের ছেলে আয়াত আলী (৫৫), রোস্তম আলীর ছেলে আব্দুর রাজ্জাক (৩৫) ও পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার দক্ষিণ রামখানা এলাকার ফয়জুদ্দিনের ছেলে আব্দুল মজিদ (৫৬)।
পুলিশ জানায়, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এস আই জাহিদুল ইসলামের নের্তৃত্বে একদল পুলিশ উপজেলার মধ্য কাশিপুর এলাকার ফজলু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় ৭ জুয়াড়িকে হাতেনাতে গ্রেফতার করে। বাড়ীর মালিক ফজলু মিয়া পালিয়ে গেলেও ওই বাড়ী থেকে তাস, নগদ ৮ হাজার ১২০ টাকা, ৬টি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত ৭ জুয়াড়ির বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।