কুড়িগ্রাম প্রতিনিধি:
আসন্ন পবিত্র ঈদুল-ফিতর ২০২৩ উদযাপন উপলক্ষ্যে সড়কপথে সম্মানিত যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার নিমিত্তে সড়ক ও পরিবহন ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট অংশীজনদের সাথে এক বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে জেলা পুলিশ।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলামের সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পৌরমেয়র মো: কাজিউল ইসলাম, পরিবহন মালিক সমিতির সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান বকসী সহ কুড়িগ্রাম পরিবহন সেক্টর বিভিন্ন বিভিন্ন সম্মানিত অংশীজনবৃন্দ।
আলোচনা, গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, তিন স্তরের পুলিশী নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি দূর্ঘটনা প্রতিরোধ, যানযট নিরসন, সাম্প্রতিক সুদৃঢ় সম্প্রীতি, ছিনতাই, গ্যাং কালচার প্রতিরোধে করনীয় সম্পর্কে বিভিন্ন কৌশলগত ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে ব্যাপক আলোচনা হয়।
এই ঈদে কেউ কোন প্রকার আইনের ব্যত্যয় ঘটালে বা কোন প্রকার বিশৃঙ্খলার পায়তারা করলে কঠোর আইন প্রয়োগের ব্যাপারে সকলেই একমত পোষন করেন।
সকলের সম্মিলিত সহযোগিতায় কুড়িগ্রামের সম্মানিত নাগরিকরা যাতে একটি নির্বিঘ্ন, নিরাপদ ঈদুল ফিতর উদযাপন করতে পারে সে বিষয়ে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।