কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে অটোরিক্সা ছিনতাইকারী চক্রের মুলহোতা সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।
জানাগেছে গত ২৯ অক্টোবর ২০২২ তারিখ অপরাধীরা যাত্রীবেশে জেলা পরিষদ মার্কেটের সামন হতে বেলগাছা ইউনিয়নের নীলকণ্ঠ গ্রামের রুহুল আমিনের অটো উলিপুর যাওয়ার জন্য রিজার্ভ নেয়। পরে তারা অটো চালক রুহুল আমিন এর সাথে মিষ্টি কথাবার্তা বলে ঘনিষ্ঠতা বাড়িয়ে কৌশলে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুড়িগ্রাম থানাধীন যতিনেরহাট এলাকায় নিয়ে আসে। পরে অপরাধীরা টাকা নেয়ার কথা বলে অটো চালক রুহুল আমিনকে অটো নিকট থেকে সরাতে প্রতারণা আশ্রয় নিয়ে কৌশলে পাশের চায়ের দোকানে নিয়ে গিয়ে প্রতারণা মূলক ভাবে অটোটি আত্মসাৎ করে। এ ঘটনায় মামলাটি রুজু করা হয়। পরবর্তীতে মামলাটির তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মোঃ আব্দুল কাদের মামলার রহস্য উদ্ঘাটনের জন্য তথ্য উপাত্ত সংগ্রহ করতে থাকেন, পাশাপাশি কুড়িগ্রাম থানার একটি চৌকস টিমের সাহায্যে লালমনিরহাট সদরের রামজীবন এলাকার আজিজুল ইসলাম (৩২) কে লালমনিরহাট থানার বড়বাড়ী এলাকা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আজিজুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করে চক্রের আরো সদস্যদের সনাক্ত করা হয় এবং পরবর্তীতে কুড়িগ্রাম থানার টিম ভূরুঙ্গামারী থানাধীন চর ভূরুঙ্গামারী এলাকা থেকে গত ১০ এপ্রিল ২০২৩ তারিখ ভোর বেলা চক্রের অপর সদস্য ভূরুঙ্গামারী ইসলাম পুরের মোঃ শফিউল আলম (৩০), মোঃ খলিলুর রহমান (৩৯) দ্বয়কে গ্রেফতার করে তাদের হেফাজত থেকে ০৪টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম জানান বলেন, অটো ছিনতাইয়ের ঘটনায় জরিত যেই থাকুন না কেনো তাদের আইনের আওতায় আনতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।