মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজ
কুড়িগ্রামে আর্থিক প্রতিষ্ঠান সমুহের নিরাপত্তায় জেলা পুলিশ ও ব্যাংকার্স ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত হয়।

১৬ এপ্রিল ২০২৩ রবিবার সকাল ১০ ঘটিকায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে কুড়িগ্রাম জেলার বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কুড়িগ্রাম জেলা পুলিশ ও ব্যাংকারস ফোরামের যৌথ সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সোনালী ব্যাংকের ডিজিএম মোঃ আব্দুল বারেক, জনতা ব্যাংকের ডিজিএম এ কে এম শামসুল আলম, সোনালী ব্যাংকের এজিএম লুতফুল হোসেন, রুপালী ব্যাংকের এসপিও মোঃ মিজানুর রহমান, সিনিয়র প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার মোঃ শাহিন মাহমুদ, প্রবাসী কল্যাণ ব্যাংকের এসপিও জ্যোতিষ চন্দ্র রায়, ডাচ্ বাংলা ব্যাংকের এফএভিপি ও ম্যানেজার মোঃ শরিফুল আলম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জোনাল ম্যানেজার মোঃ রুহুল আমীন, ইসলামী ব্যাংকের এভিপি অ্যান্ড হেড অফ ব্রাঞ্চ মোঃ আবু বকর, সোনালী ব্যাংকের এসপিও দেবদুলাল বকসী, জনতা ব্যাংকের এসপিও মোঃ লুৎফর রহমান, এনআরবিসি ব্যাংকের ম্যানেজার মোঃ মাহমুদ আল হুমাইদি, অগ্রনী ব্যাংকের এসপিও আতাউর রশিদ, যমুনা ব্যাংকের এভিপি অ্যান্ড ম্যানেজার মোঃ কামরুল হোসেন, পূবালী ব্যাংকের এসপিও অ্যান্ড বিএম মানস চন্দ্র রায়, ইউসিবিএলের এভিপি অ্যান্ড ম্যানেজার মোঃ আশরাফুল আলম, অগ্রনী ব্যাংকের বায়েজিদ মোঃ আশরাফুজ্জামান।

সভায় পুলিশ সুপার আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকবৃন্দ যেন নির্বিঘ্নে আর্থিক লেনদেন করতে পারে, বড় অংকের অর্থ পরিবহনের ক্ষেত্রে পুলিশ স্কর্ট, আর্থিক প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা নিশ্চিতকরণ, ডিজিটাল সার্ভেইলেন্স সিসিটিভি সংযুক্তকরণ, গার্ড ও পিয়নের মনিটরিং ও সুপারভিশন সহ সকলকে সম্মিলিত ভাবে কাজ করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন
এবং কুড়িগ্রামের সকল আর্থিক প্রতিষ্ঠানে পুলিশি টহল বৃদ্ধি করা সহ সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে মর্মে সকলকে অবহিত করেন ।

আগত সকল কর্মকর্তা জেলা পুলিশকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রথম পুলিশ প্রশাসন থেকে ব্যাংক কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়ে আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা সংক্রান্ত যৌথ সভা হয়েছে যা ভবিষ্যতে সম্মানিত নাগরিকদের আর্থিক লেনদেনের নিরাপত্তায় বিশেষ ভূমিকা পালন করবে। কুড়িগ্রাম জেলা ব্যাংকারস ফোরাম জেলা পুলিশের পাশে থেকে আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর সহ সব সময় সম্মানিত নাগরিকদের নিরাপদ লেনদেন নিশ্চিত করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

সুদৃঢ় নিরাপত্তা নিশ্চিত কল্পে জেলা পুলিশ, কুড়িগ্রাম ও ব্যংকার্স ফোরাম কুড়িগ্রাম অনাগত সময়ে পৌনঃ পুনিক ভাবে যৌথ সভা করবে এবং স্মার্ট ফাইনান্সিয়াল সিকিউরিটি নিশ্চিত করবে মর্মে উভয় পক্ষ প্রতিশ্রুতিবদ্ধ হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *