কচাকাটা(কুড়িগ্রাম) প্রতিনিধি:
কচাকাটা থানার বল্লভেরখাস ইউনিয়নের সংকোষ নদীতে গোসল করতে গিয়ে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়।
জানাগেছে কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের ছোট খামার গ্রামের আমির হোসেনের পুত্র আজমাইন হোসেন(১১) নামে এক মাদ্রাসা ছাত্র ১৬ এপ্রিল রবিবার বল্লভেরখাষ ইউনিয়ন দিয়ে প্রবাহিত শংকোষ নদীতে মাদ্রাসা হতে বাড়িতে এসে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়।পরে নাগেশ্বরী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে জানানো হলে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার অভিযান চালিয়ে লাশ উদ্ধার করতে না পেয়ে রংপুর ডুবুরি দলকে জানায়। ডুবুরি দল উদ্ধার অভিযান অব্যাহত রাখলেও এখনও কোন সন্ধান পায়নি।