মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজ:
আসন্ন পবিত্র ঈদ-উল ফিতর কে সামনে রেখে কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নির্বিঘ্নে কেনাকাটার নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সোমবার (১৭ এপ্রিল) নাগেশ্বরীর বিভিন্ন মার্কেট ও বাজারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

একই সাথে ব্যবসায়ীবৃন্দ যাতে নিরাপদে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সে জন্য উপস্থিত বনিকবৃন্দের সাথে সিকিউরিটি, সিসিটিভি, নাইট গার্ড, অর্থ ব্যবস্থাপনা সহ চুরি, ছিনতাই প্রতিরোধে সার্বিক বিষয়ে মতিবিনিময় করা হয়।

মার্কেট কমিটির সভাপতি মোঃ ফজলুল হক ফজলু সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান জিন্নু, সহ-সভাপতি আলহাজ্ব কাজী রুমান,সহ- সাধারন সম্পাদক মোঃ আবুল বাশার মুন। মতবিনিমিয় কালীন পুলিশ সুপার বলেন, কাস্টমার ডিলাইট বা ক্রেতাদের পরম আস্থা অর্জনই আধুনিক ব্যবসার ভৌত মৌলিক ভিত্তি। ব্যবসায়ীরা যেন ক্রেতাদের পরম শ্রদ্ধায় গ্রহন করেন এবং একই সাথে সুলভ মুল্যে পন্য বিক্রয় করেন।
অন্যদিকে মার্কেট সমূহের পরিস্কার পরিচ্ছন্নতা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, সিসিটিভি, ফায়ার হাইড্রেন ব্যবস্থা সহ চুরি ছিনতাই প্রতিরোধে কার্যকরী ব্যবস্থা আধুনিকায়ন করতে অনুরোধ করেন।

ইতিবাচক, নাগরিকবান্ধব ব্যবসায়ীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর কুড়িগ্রাম জেলা পুলিশ।

শহর এবং আশপাশের এলাকা থেকে যারাই ঈদের কেনাকাটা করতে মার্কেটে আসছেন তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। ঈদকে সামনে রেখে কোন কুচক্রী মহল যেনো বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে সেই লক্ষ্যে মার্কেট কমিটির সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার। মার্কেট কমিটির সকল নেতৃবৃন্দ জেলা পুলিশের পাশে থেকে কাজ করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার নাগেশ্বরী সার্কেল মোঃ সুমন রেজা, সহকারী পুলিশ সুপার ভুরুঙ্গামারী সার্কেল মোঃ মোর্শেদ হাসান, নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ নবীউল হাসান পুলিশ ইন্সপেক্টর ইনভেস্টিগেশন মোঃতামবিরুল ইসলাম সহ পুলিশের উর্ধতন অফিসারবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *