খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
স্বেচ্ছাসেবী সংগঠন সরল পথ মিডিয়ার উদ্যোগে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় আব্দুল লতিফ জামে মসজিদে ইসলামী লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে সরল পথ মিডিয়ার বাস্তবায়নে ইসলামী লাইব্রেরী উদ্বোধন করেন শায়খ সাইফুদ্দীন বেলাল মাদানি।
উদ্বোধনের পর তিনি বলেন, আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সব কিছু মূর্ত করে , তেমনি বই মানুষের মনের ভেতরে জ্ঞানের আলো এনে যাবতীয় অন্ধকারকে দূর করে চেতনার আলোকে সবকিছুকে উদ্ভাসিত করে দেখায়। আলো শুধু ভৌগোলিক ভাবে ছড়িয়ে যেতে পারে। আর বই অতীত থেকে ভবিষ্যৎ, নিকট থেকে দূরে, প্রান্ত থেকে অন্তে এমনকি যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দিতে পারে, তাই দেশকালের সীমানা অতিক্রম করে জ্ঞানের আলোকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই। শ্রেষ্ঠ শিক্ষা হল আত্মশিখন। আর বই সেই আত্মশিখনের শ্রেষ্ঠ সহায়ক। বিনোদন থেকে শিক্ষা, অবসর যাপন থেকে নিঃসঙ্গতা দূর-সবেতেই বই শ্রেষ্ঠ অবলম্বন হতে পারে।
এ সময় উপস্থিত ছিলেন সরল পথ মিডিয়ার দিনাজপুর প্রতিনিধি আব্দুল জাব্বার, শায়খ হাসিম আলি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সরল পথ মিডিয়া দীর্ঘদিন অনলাইনের বিভিন্ন মাদানি শায়কদের মাধ্যেমে কোরআন ও সুন্নার দাওয়াত প্রচার প্রসার করে আসছে। সরল পথ সাদকায়ে জারিয়া গ্রুপের মাধ্যমে মানব কল্যানে কাজ করে আসছেন। তার মধ্য উল্লেখযোগ্য কয়েকটি কাজ এতিমের লালনপালন, গরীব ও দুস্থ মানুষদের স্বাবলম্বী করতে অটো ভ্যান, হুইল চেয়ার, সেলাইমেশিন, নলকুব স্হাপন, এতিম বাচ্চাদের জন্য পোশাক, ইফতার বিতরন করে আসছে।