লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট সদর উপজেলা কুলাঘাট ইউনিয়নের ওয়াবদা বাজার সংলগ্ন এলাকায় অবস্থান নেয়া ২০টি বেদে পরিবাদের পাশে দাঁড়িয়েছে মানবিক পুলিশ খ্যাত পুলিশ সদস্য শাহজালাল। তিনি ঈদের আগের দিন ওই বেদে পল্লীর প্রতিটি পরিবারের মাঝে ২৫০ মিলিগ্রাম সেমাই বিতরণ করেন। এসময় বেদে সম্প্রদয়ের নারী পুরুষরা মানবিক পুলিশ শাহজালালকে ধন্যবাদ জানান।