মোঃ মনির হোসেন ঝালকাঠি:ঝালকাঠি সদর উপজেলাধীন নবগ্রাম ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের নাছির মোল্লার বাড়ীর পুকুর হতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে আত্মঘাতী বালু উত্তোলনের দায়ে সোমবার দুপুরে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। দণ্ডপ্রাপ্ত আসামী নবগ্রাম ইউনিয়নের স্বল্প সেনা গ্রামের মৃত হাসেম হাওলাদার এর ছেলে আবু হানিফ (৬০)।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার বলেন গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি পুকুরে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালত বসিয়ে একজনকে আটক করে নিয়ে আসি। ভ্রাম্যমান আদালত বসিয়ে আটকৃত আবু হানিফকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতকে পঞ্চাশ হাজার টাকা বুঝিয়ে দিয়ে আটকৃত আসামি মুক্তি পান।
কোথাও যদি অবৈধভাবে বালু উত্তোলন করা হয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।