ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে গলায় ফাঁস দিয়ে মাদকাসক্ত এক যুবক আত্মহত্যা করেছে। মৃত ওই যুবকের নাম আল আমিন (২২)। সে উপজেলার তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজার সংলগ্ন মৃত আব্দুল খালেক এর পুত্র।
বৃহস্পতিবার রাতে তিলাই ইউনিয়ন পরিষদের দুই ভবনের মাঝখানে পানির টেংকির পাইপের সাথে ছাগল বাধার রশিতে ঝুলে সে আত্মহত্যা করে।
এলাকাবাসী সূত্রে জানাগেছে, মৃত ওই যুবক মাদকাসক্ত ছিলো। সে সব ধরনের মাদকের নেশা করতো। এই নেশার টাকা জোগাতে মাঝে মধ্যে ধামেরহাট বাজারের একটি হোটেলে কাজ করতো। এমনকি বিভিন্ন দোকানে ও বাড়িতে গিয়ে চুরিও করতো। এ নিয়ে ইউনিয়ন পরিষদে একাধিকবার বিচার শালিসের ঘটনাও ঘটেছে।
গ্রাম পুলিশ সোলায়মান ও ধামেরহাট বাজারের
নৈশ প্রহরি আব্দুল হাই জানান,গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার সময় পর্যন্ত ধামেরহাট বাজারে আল আমিনকে ঘুরতে দেখেছি। পরে বৃষ্টি নামলে আমরা চলে আসি। সকালে দেখি পরিষদের পানির লাইনের পাইপের সাথে ঝুলে আছে।
তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে এসে বিষয়টি পুলিশ কে জানাই। পরে পুলিশ এসে লাশ থানায় নিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি নজরুল ইসলাম জানান, লাশের প্রাথমিক সুরহতাল রিপোর্ট তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে।