কুড়িগ্রাম প্রতিনিধি-
বঙ্গবন্ধুর শান্তিতে জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। রবিবার রাতে কুড়িগ্রাম শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজল ইসলাম, কুড়িগ্রামের পৌর মেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন প্রমুখ।
পরে জেলা শিশু একাডেমির উদ্যোগে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। #