নাগেশ্বরী কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের নাগেশ্বরীতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিজান চালিয়ে দশ জন মাদক কারবারিকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে।
৩০মে মঙ্গলবার সকাল ৯ ঘটিকায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাগেশ্বরী কুড়িগ্রাম এর নেতৃত্বে নাগেশ্বরী থানা পুলিশ, বিজিপি ও মাদকদ্রব্য অধিদপ্তর যৌথভাবে বিশেষ অভিযান টাস্কফোর্স পরিচালনা করিয়া মাদকদ্রব্য চোলাই মদ তৈরি ও বিক্রয় এর অপরাধে এ সাজা দেয়ে হয়েছে।
আসামিদের মধ্যে শ্রী ভট্ট পিতা ফিরিঙ্গি রবিদাস গ্রাম দক্ষিণ রামখানা কে ছয় মাসের বিনাশ্রম এবং আসামি গোলাম রব্বানী বাবু পিতা তৈবুর রহমান গ্রাম মাস্টার পাড়া, আসামি মোস্তফা হাসান ওরফে রাসেল পিতা খাইরুল আলম গ্রাম মাস্টার পাড়া ও আসামি জহুরুল হক পিতা গহর আলী গ্রাম বোয়ালের ডারা, থানা নাগেশ্বরী জেলা কুড়িগ্রামদের চোলাই মদ সেবনের দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করিয়া প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ ছাড়াও নাগেশ্বরী থানার রামখানা দিঘীরপাড় বাজারে অভিযান পরিচালনা করিয়া ছয়টি দোকানে যৌন উত্তেজোক সিরাপ বিক্রয় করায় অপরাধে প্রত্যেককে তিন হাজার টাকা করে জরিমানা প্রদান করেন ।
এ বিষয়ে নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।