হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখা ৪ দফা দাবী আদায়ের লক্ষে বুধবার সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানবববন্ধন করেছে। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ও আন্তমন্ত্রণালয় কমিটির সুপারিশের আলোকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবীদের সমস্যা সমাধান এবং বাংলাদেশ বিল্ডিং কোড (বিএনবিসি ২০২০) এর বিতর্কিত ধারা-উপধারা সংশোধন ও ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা ২০০৮ এর গেজেট সংশোধিত আকারে প্রকাশ করাসহ ৪ দফা দাবী দ্রুত বাস্তবায়ন করতে হবে।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোঃ রুকনুজ্জামান, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ ফারুক মিয়া, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ রায়হান মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আজহারুল ইসলাম প্রমুখ।