লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন এঁর রোগ মুক্তি কামনায় পৌরসভার নয়ারহাট দারুল উলুম হাফেজিয়া ও কওমিয়া মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার বাদ জুম্মা পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও সম্পাদকের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মাদ্রাসার প্রিন্সিপাল হাফেজ মাওলানা আমির হামজা।
দোয়া মাহফিলে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, পৌরসভার ৬নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, সম্পাদক শফিকুল ইসলাম বিলু, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মমতাজ আলী, ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্পাদক সালাউদ্দিন প্রধান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম মনু। বীরমুক্তিযোদ্ধা ও আওয়ামিলীগ নেতা গোলজার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ, জেলা আওয়ামীলীগের সদস্য সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর হোসেন কিডনিজনিত সমস্যায় ঢাকায় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।