হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম প্রতিনিধি:
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও গাছের চারা বিতরণ করেছে আরডিআরএস বাংলাদেশ’র চাইল্ড, নট ব্রাইড প্রকল্পের কর্মকর্তারা। সোমবার সকালে ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, টেকনিক্যাল অফিসার আব্দুল মমিন হোসেন, জেলা যুব প্লাটফর্মের সভাপতি শাহীন আলম, জেলা ব্রেভ গালস’র সাধারণ সম্পাদক শিল্পী খাতুন, রোকসানা রুমা প্রমুখ।
অনুষ্ঠানে ‘প্লাস্টিক দুষণের সমাধানে সামিল হই সকলে’ এই প্রতিপাদ্যকে নিয়ে মানববন্ধনে আলোচনা ও প্রতিবাদ শেষে বাল্যবিবাহের ঝুঁকিতে থাকা ১০টি পরিবারকে ৩০টি গাছের চারা বিতরণ করা হয়।