কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে দু’দিন ব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শহরের শেখ রাসেল পৌর অডিটোরিয়ামে শুরু হয়েছে। রবিবার দুপুরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ-মুর্শেদ, কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন প্রমুখ।

মেলার প্রথম দিনে স্কুল পর্যায়ে ১৬টি ও বিজ্ঞান ক্লাব থেকে ২টিসহ মোট ১৮টি প্রকল্প অংশগ্রহন করে। মেলার দ্বিতীয় দিনে কলেজ পর্যায়ে মোট ২৭টি প্রকল্প অংশগ্রহন করবে। বিজয়ীরা পরবর্তীতে বিভাগীয় পর্যায়ে অংশ নিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *