আশরাফুজ্জামান, গাইবান্ধাঃ-
সাফল্য ব্যর্থতার তিন মাসের খতিয়ানমুলক বিশেষ ত্রৈমাসিক ম্যাগাজিন পুলিশ বার্তার মোড়ক উন্মোচন করেছেন গাইবান্ধার সাহিত্যানুরাগী পুলিশ সুপার মোঃ কামাল হোসেন ৷
রবিবার ৪জুন দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা পুলিশের নবাগত পুলিশ সুপার বিগত তিন মাসের জেলা পুলিশের সাফল্য ব্যর্থতা তুলে ধরার পাশাপাশি বিশেষ এ ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করেন ৷
ম্যাগাজিনটির প্রধান সম্পাদক ও অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মোঃ কামাল হোসেন তার বক্তব্যে বলেন, আমি দায়িত্ব গ্রহনের পর থেকেই জেলা পুলিশ জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি একটি সুষ্ঠু উপ-নির্বাচন করতে সক্ষম হয়েছি ৷
তিনি আরো বলেন, “পুলিশ বার্তা ম্যাগাজিন প্রকাশনায় পরবর্তীতে স্থান পাবে জেলার প্রাবন্ধিক, লেখক, সাহিত্যিক, কবিদের লেখা ও অভিজ্ঞতা”।
মোড়ক উন্মোচক অনুষ্ঠানে লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক জহুরুল কাইয়ুম বলেন, বই জ্ঞানের বাতিঘর। এমন প্রকাশনা জেলা পুলিশকে সমৃদ্ধ করবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান, আব্দুল্লাহ আল মামুন, মোঃ ইব্রাহীম ও গাইবান্ধা জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ (ওসি) ৷