, ফারহানা আক্তার, জয়পুরহাট প্রতিনিধি :
কালাইয়ে বজ্রপাতে যুবকের মৃত্যু
জয়পুরহাটের কালাই উপজেলায় বজ্রপাতে রনি মিয়া (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ জুন) রাতে পুনট-মোসলেমগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া রনি মিয়া কালাই উপজেলার পুনট ইউনিয়নের গোপীনাথপুর (আপলাপাড়া) গ্রামের ধলু মিয়ার ছেলে। কালাই থানার ওসি এস এম মঈনুদ্দীন তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার পুনট বাজারে ভুসি মালের দোকানে কাজ করতেন রনি মিয়া। কাজ শেষে সাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে বের হলে পথে মধ্যে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবারের সদস্যরা এসে তার মরদেহ বাড়িতে নিয়ে যান।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, সাইকেল চালিয়ে রনি মিয়া বাড়িতে যাওয়ার সময় পথে বজ্রপাতে মারা যান। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।