ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম)প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার দক্ষিণ ভরতের ছড়া গ্রামের রফিকুল ইসলাম (৪০), সোনা মিয়া (২৭), রানা মিয়া (৩৫), সুরুজ মিয়া (৪৫)এবং ছিট পাইকেরছড়া গ্রামের আমির উদ্দিন (৪৫), মোজাম্মেল হক (৫০)। শনিবার (১৭ জুন) গ্রেফতারকৃত আসামীদের কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দক্ষিণ ভরতের ছড়া এলাকার রোস্তম আলীর পুত্র রফিকুল ইসলাম এর বাড়ীতে অভিযান চালিয়ে বসত বাড়ীতে তাস ও টাকা দিয়ে জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম, ২ বান্ডিল তাস ও নগদ ১ হাজার ৮শ ৮০ টাকা উদ্ধার করে পুলিশ।
ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।