লালমনিরহাট প্রতিনিধিঃ
“শান্তি শৃংখলা উন্নয়ন নিরাপত্তায় সর্বত্রই আমরা” স্লোগানে লালমনিরহাট ২৮ ব্যাটালিয়নের ৩৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জেলা আনসার ব্যাটালিয়ন অফিস চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস।
পরে হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, আনসার ব্যাটালিয়ন লালমনিরহাট অধিনায়ক মোঃ কামরুজ্জামান। এসময় অন্যান্যের মধ্যে আনসার ব্যাটালিয়ন সহকারী অধিনায়ক খাদেমুল ইসলাম, কোম্পানি কমান্ডার সুজন মিয়া, ফারুক হোসেন, আতিয়ার রহমানসহ বিভিন্ন পদবির আনসার ব্যাটালিয়ন’বৃন্দ উপস্থিত ছিলেন। শেষে সকলে প্রীতিভোজে অংশ নেন।