লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটে কলেজ ছাত্রী গণধর্ষণের ঘটনায় সহকর্মীদের মানববন্ধনের ২ঘন্টার মধ্যে মামলার এজাহারভুক্ত আসামী আনসার গাটু ওরফে সোহাগকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় আসামীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আনসার গাটুর বাড়ি সদর উপজেলার হারাটি ইউনিয়নের আমবাড়ি গ্রামে।
এর আগে ওই কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনার ৫দিন পেরিয়ে গেলেও ধর্ষকরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠে জেলার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার দুপুর ২টায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা লালমনিরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মানববন্ধন শেষে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নিকট ধর্ষকদের দ্রুত গ্রেফতারে মৌখিক দাবি জানায়।
জানা যায়, গত ১৭জুন সন্ধ্যা রাতে একটি সরকারি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী প্রেমিকসহ শহরের বিমান বাহিনীর রানওয়ের পাশে ঘুরতে বের হয়। সেখানে আগ থেকেই পাশের ভূট্টা ক্ষেতে লুকিয়ে থাকা আরো তিনজন যুবক মিলে ওই ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রী কৌশলে মোবাইল ফোনে তার বড় বোনকে কল দিলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই ছাত্রীকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেন। ভুক্তভোগী শিক্ষার্থী জানায়, সোহাগ নামে পরিচয় দেয়া যুবকের সঙ্গে দুই বছর ধরে তার প্রেম চলছিল। সে বিমানবাহিনীতে চাকরি করার পরিচয় দেয়। ঘটনারদিন তাকে বিমান বাহিনীর রানওয়েতে বেড়ানোর কথা বলে এখানে নিয়ে এসে কৌশলে অন্য বন্ধুদের হাতে তুলে দেয়। এসময় তারা সবাই তাকে ধর্ষন করে বলেও তিনি জানান।
এ ঘটনায় ছাত্রীর বড় বোন ওইদিন রাতেই সদর থানায় একটি মামলা দায়ের করেন।
লালমনিরহাট জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ঘটনাস্থলসহ কয়েকটি এলাকায় পুলিশের কয়েকটি টিম কাজ করছে। এজাহার নামীয় এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চলছে।