হারুন উর রশিদ সোহেল রংপুর প্রতিনিধি.
রংপুরের তারাগঞ্জে রংপুর-সৈয়দপুর মহাসড়কের লেংটি ছেড়া ব্রিজ এলাকায় বুধবার দিবাগত রাত ৩ টার দিকে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতি মামলার দুই আসামী নিহত হয়েছে। নিহতরা হলেন আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মশিউর রহমান (৩৭) ও বিজয় চন্দ্র দোমাসু (২৮)।
তারাগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, সংঘবদ্ধ একদল ডাকাত বুধবার রাতে রংপুর-সৈয়দপুর মহাসড়কের লেংটি ছেড়া ব্রিজ এলাকায় অবস্থান নিয়ে ডাকাতির প্রস্তুুতি নিচ্ছিল। এসময় টহলরত পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌঁড়ে পালাতে থাকে ডাকাতরা। পরে পুলিশ ধাওয়া করলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও গুলি ছুড়লে ওই দুই ডাকাত মারা যায়। তিনি জানান, ২ ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত দুই ডাকাতের বিরুদ্ধে রংপুর ও তারাগঞ্জসহ বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতির একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *