কুড়িগ্রাম জেলা প্রতিনিধি :
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় রোববার ২৫ জুন দিনব্যাপী প্রতিবন্ধী নারী বয়স্ক মানুষ, পিছিয়ে পড়া জনগোষ্ঠি এবং বয়স্ক প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে কর্মরত এনজিও’র স্টেকহোল্ডারদের সাথে একীভুত চক্ষুসেবা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর আয়োজনে সাইট সেভার্সের সহযোগিতায় একীভুত চক্ষুসেবা কর্মসূচির আওতায় রোববার ২৫ জুন দিনব্যাপী গুঞ্জন কমপ্লেক্সের কনফারেন্স রুমে প্রতিবন্ধী নারী বয়স্ক মানুষ পিছিয়ে পড়া জনগোষ্ঠি এবং বয়স্ক প্রান্তিক জনগোষ্ঠি নিয়ে কর্মরত এনজিও’র স্টেকহোল্ডারদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। মরিয়ম চক্ষু হাসপাতাল এবং সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এর যৌথ উদ্যোগে একীভুত চক্ষুসেবা বিষয়ক সমন্বয় সভায় উপস্থিত ছিলেন- মরিয়ম চক্ষু হাসপাতাল উলিপুর এর ডিজিএম খন্দকার মোস্তাহিদ আলম, সাইট সের্ভাসের জেলা সমন্বয়কারী মোঃ মাসুদ রানা, সহকারী প্রোগ্রাম কো-অর্ডিনেটর অরবিন্দু রায়, কেপিকেএস এর প্রোগ্রাম ম্যানেজার আজমেরি খাতুন, এইড কুমিল্লার প্রোজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান, ফুল এনজিও’র নির্বাহী পরিচালক আব্দুল কাদের, ডিপিওডি’র পরিচালক ফজলুল হক, ফুলবাড়ী ছিটমহলের চেয়ারম্যান তৈয়ব আলী, গরীব উন্নয়ন সংস্থার প্রোজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মোনা, কেটিডিও’র সাধারণ সম্পাদক আমির হোসেন, নারী সংস্থার নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, আরএসএস এর পরিচালক শরিফা বেগম প্রমূখ