লালমনিরহাট ও পাটগ্রাম প্রতিনিধিঃ
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার পৌর এলাকার এক বসতবাড়িতে ব্যবহৃত পানি তোলার মটর দিয়ে হঠাৎ সাদা ফেনাযুক্ত অস্বাভাবিক পানি বের হচ্ছে। এটি এক নজর দেখার জন্য প্রতিদিন উৎসুক জনতা ভীড় জমাচ্ছেন ওই বাড়িতে।
পাটগ্রাম পৌরসভার সোহাগপুর এলাকার তপন কুমার রায়ের বসতবাড়ি হতে গত ৫দিন ধরে এভাবে অস্বাভাবিক পানি বের হচ্ছে।
স্থানীয়রা জানান, গত বুধবার বিকালে রান্নার কাজে ব্যবহারে পানি আনতে যায় তপনের স্ত্রী নিয়তি রাণী- এ সময় স্বাভাবিক পানি না এসে সাদা ফেনাযুক্ত পানি আসতে থাকে। এ সময় তাঁর স্বামীকে ঘটনাটি জানায় নিয়তি। তপন এলাকার কয়েকজনকে নিয়ে মটর চালু করলে একই ধরণের পানি আসতে থাকে।
ওইদিন হতে পরিবারের সদস্যরা বাড়ির এ মটর থেকে বের হওয়া পানি পান করা থেকে বিরত থাকে। ঘটনাটি জানাজানি হলে এলাকার লোকজনেরা এ ধরণের পানি বের হওয়ার দৃশ্য একনজর দেখতে আসতে থাকেন।
খবর পেয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুরুল ইসলাম ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তাদেরকে ঘটনা পরিদর্শন করেছেন। গত শনিবার বিকালে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওয়ার্ক অ্যাসিসট্যান্ট (মেকানিক)/কার্যসহকারী নুরুজ্জামান ওই মটর হতে বের হওয়া পানি সংগ্রহ করেন। এসময় তিনি জানান, ‘ওই মটর হতে বের হওয়া পানি প্রথমে কিছু সময় আরসি সেভেনআপ কোমলপানীয় গুলোর মত বুদ বুদ করছে ও ফেনা হচ্ছে। কিছুক্ষণ পরেই তা পরিস্কার পানির মত হচ্ছে। আমরা রংপুরে পরীক্ষা-নিরীক্ষার জন্য পানির নমুনা পাঠিয়েছি।’
তপনের স্ত্রী নিয়তি রাণী বলেন, ‘টিউবওয়েলের সাথে যুক্ত মটরটি প্রায় ৫ বছর হতে ব্যবহার করছি। কোনো সমস্যা হয়নি। গত বুধবার হঠাৎ করে সাদা ফেনা যুক্ত পানি আসতে থাকে। বর্তমানে আমরা অন্যের বাড়ি হতে পানি এনে ব্যবহার করছি।’
এ ব্যাপারে রোববার সকালে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, ‘ উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছেন। পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ওই মটর হতে বের হওয়া পানি ব্যবহার না করতে বলা হয়েছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *