ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায় ৪ ফের্রুয়ারী মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই হবে। এ বাছাই কমিটিতে একজন অমুক্তিযোদ্ধা দলদলী ইউনিয়নের পঞ্চনন্দপুর গ্রামের মৃতঃ রিয়াজুদ্দিনের ছেলে আফসার হোসেন কৌশলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রতিনিধি হিসেবে বাছাই কমিটির সদস্য হওয়ায় স্থানীয় মুক্তিযোদ্ধাদের মাঝে চরম ক্ষোভ ও চাপা উত্তেজনা দেখা দিয়েছে। মুক্তিআেদ্ধারা অভিযোগ করে বলেন, আফসার হোসেন কোথায় মুক্তিযুদ্ধ করেছেন তা কারো জানা নাই। তারপর জামুকার সদস্য স্থানীয় প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাধ দিয়ে অমুক্তিযোদ্ধা ও বির্তকিত ব্যক্তিকে সদস্য করায় চাপা উত্তেজনা বিরাজ করছে। বির্তকিত এ ব্যক্তি সরকারী একটি প্রায় ৩ এককের জলাশয় জালিয়াত করে উচ্চ আদালতের রায় না পেয়ে দখল করে নেয়ার অভিযোগ রয়েছে। দখরের জমি অন্যত্রে বিক্রয় করারও অভিযোগ উঠেছে। এদিকে স্থাণীয় মুক্তিযোদ্ধারা অভিযোগ করে বলেন, আফসার হোসেন তার নিজের নিকট আত্মীয়র জমিও জালিয়াত করার অভিযোগ উঠেছে। তার গ্রামবাসির সাথেও কোন সর্ম্পক নাই। এদিকে তার নিকট আত্মীয়দের শ্র“তার জের ধরে নানা প্রকার ক্ষয়-ক্ষতি করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। তিনি বাছাই কমিটির সদস্য হওয়ায় মুক্তিযোদ্ধা বানিয়ে দেয়ার নামে মিথ্যা আশ্বাস দিয়ে অর্থ ব্যাণিজ্য করার কথা শুনা যাচ্ছে। এ ব্যাপারে বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী অফিসারের শারমন ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি জানেন না। তবে বাছাই করার সময় কারো কোন ক্ষমতা থাকবে না। কারণ বাছাই হবে প্রকাশ্যে এবং ভিডিও ধারণ করা হবে বলে জানান। এদিকে জলাশয় দখলের ব্যাপারটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।