নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা এলাকায় শুক্রবার সকাল ১১.৪৫ মিনিটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই মুছা (৫৬) নামের এক ব্যক্তি খুন হয়েছে। মৃত মুছা দোহাজারী ফুলতলা ছগীর পাড়া এলাকার মৃত আব্দুল ওয়ারেশের বড় ছেলে। স্থানীয় এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১.৪৫ মিনেটের সময় দোহাজারী ফুলতলা মাহাবুর চায়ের দোকানে মো: মুছা চা পানরত অবস্থায় তার ছোট ভাই আব্দুল বায়েছ (৪৫) মোটরসাইকেল থেকে নেমে পুরনো লেনদেনের বিষয় নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই আব্দুল বায়েছ পকেট থেকে ধারালো ছুরি বের করে প্রকাশ্যে বড় ভাই মুছাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্থানীয়রা তাৎক্ষণিক আহত মুছাকে দোহাজারী পৌরসভা স্বাস্থ কেন্দ্রে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।পরবর্তীতে দোহাজারী পৌর স্বাস্থ কেন্দ্রের চিকিৎসকরা মৃত মুছার লাশ পোস্টমর্টেমের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করে।এই বিষয়ে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান ময়নাতদন্তের রিপোর্ট আসার পর পরবর্তী আইনী ব্যবস্থা নেয়া হবে, আসামি গ্রেফতার অভিযান চলমান।