বিশেষ প্রতিবেদক
গত রবিবার সন্ধ্যায় কালকাতার রোটারি সনদে অনুষ্ঠিত হয় পঞ্চম সৃজন বার্তা মৈত্রী উৎসব-২০১৭। প্রতি বছরের ন্যায় এবারো সৃজন বার্তা পত্রিকা গোষ্ঠীর পক্ষ থেকে এ উৎসব উদযাপিত হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত একটানা চলে এ উৎসব। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য আহমদ হাসান ইমরান এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা পৌরসভার মেয়র ইন কাউন্সিল দেবাশীষ কুমার বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম, অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সৃজনবার্তা সম্পাদক দেবাশীষ ভট্টাচার্য্য, অধ্যাপক শেখ মোঃ ওবায়দুল হক, জহিরুল ইসলাম খোকন, ড. গায়েত্রী চক্রবর্তী, মাইকেল তরুণ, প্রকৌশলী শাকিল খান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন শ্যামা ভট্টাচার্য্য ও সেলিম দুরানী বিশ্বাস। অনুষ্ঠানে দুই বাংলার বিশিষ্টজনদের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়। এদের মধ্যে অন্যতম হলেনÑ পশ্চিমবঙ্গের বিশিষ্ট শিক্ষাবিদ সন্তোষ কুমার দাস, বাংলাদেশের নোয়াখালী প্রতিদিন সম্পাদক রফিকুল আনোয়ার। সমবায় ক্ষেত্রে বাংলাদেশের ছাইসুল আলম, বীমা ক্ষেত্রে লুৎফর রহমান তুষার, মানবাধিকার ক্ষেত্রে উম্মে কুলসুম স্বর্ণা, তরুণ ব্যবসায়ী আরিফ উল্ল্যা বিলাস, প্রযুক্তি ক্ষেত্রে ইঞ্জিনিয়ার মোঃ শাকিল খান, সঙ্গীত ক্ষেত্রে আনিসা বিনতে আব্দুল্লাহ প্রমুখ। সভায় প্রধান অতিথি বক্তব্যে কলকাতার এমপি আহমেদ হাসান ইমরান বলেন, বাংলাদেশ এবং ভারত একই বন্ধনে আবদ্ধ। যার প্রমাণ মুক্তিযুদ্ধকালীন সময়ে ভারতের জনগণ রেখেছে, ভবিষ্যতেও বাংলাদেশের যে কোন প্রয়োজনে ভারতের জনগণ পাশে দাঁড়াবে। অন্য এক প্রসঙ্গে তিনি বলেনÑ বাংলাদেশের ইলিশ মাছ সুস্বাদু আমরা আশা করি বাংলাদেশের জনগণ এ স্বাদ থেকে আমাদেরকে বঞ্চিত করবে না। বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ইস্কান্দার মির্জা শামীম বলেনÑ মৈত্রী উৎসবের মাধ্যমে প্রকৃত গুণীদেরকে সম্মানিত করায় আমি আয়োজকদেরকে ধন্যবাদ জানাই। পশ্চিম বঙ্গের এমপির ইলিশ মাছের প্রসঙ্গে জবাব দিতে গিয়ে তিনি বলেন ভারতের জনগণের জন্য আমরা ইলিশ মাছ দিতে চাই। কিন্তু ইলিশ মাছ আসতে হলে গাংঙ্গে পানি তো লাগবে। আমাদেরকে পানি দিন আমরা ইলিশ দিবো। অনুষ্ঠানে ভারতীয় শিল্পী দেবাশীষ ভট্টচার্য্য শৈইলাপাজা, বিত্রী চন্দ্র ও আনিসা বিনতে আব্দুল্লাহ সঙ্গীত অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে। ভারতীয় নৃত্য শিল্পীরা মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন।