ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলা প্রশাসন কর্তৃক বন্যায় ক্ষতিগ্রস্ত তিলাই ও এবং শিলখুড়ি ইউনিয়নের ৬৫০ টি পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।১৪ জুলাই শুক্রবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মার নির্দেশনায় উপজেলার শিলখুড়ী ইউনিয়ন ও তিলাই ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের প্রত্যেককে শুকনা খাবার হিসাবে ১০কেজি চাল,১ কেজি চিড়া আধা কেজি মসুর ডাল,আধা কেজি চিনি,১কেজি লবণ ও আধা লিটার সোয়াবিন তেল ত্রান সহায়তা হিসাবে প্রদান করা হয়।তিলাই ইউনিয়নে ত্রান সামগ্রী বিকরণ করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা ও শিলখুড়ি ইউনিয়নে ত্রান সামগ্রী বিতরণ করেন সহকারী কমিশনার( ভুমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তাহমিদুল ইসলাম।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ শাহিনুর আলম,তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল ও শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। । উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা জানান,বন্যা মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ইউনিয়নগুলোতে পর্যায়ক্রমে ত্রান বিতরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *