ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা থেকে গরু চুরির দায়ে আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে আটক করেছে ক্ষেতলাল থানা পুলিশ। বিভিন্ন জেলা শহরের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সোমবার (১৭জুলাই ) সকাল ১১ টায় ক্ষেতলাল থানা সম্মেলন কক্ষে এসব তথ্য জানান৷
আটককৃত গরু চোর সদস্যরা হলেন শিবগঞ্জ,উপজেলার আটমুল গ্রামের হযরতের ছেলে আমিনুল ইসলাম বলু (৪২)শিবগঞ্জ উপজেলার সিহালী উত্তর পাড়া গ্রামের আব্দুছাত্তারের ছেলে মিজানুর রহমান (৪০) দিনাজপুর জেলার চৌকিয়াপাড়া গ্রামের আইনুদ্দীন মন্ডলের ছেলে মোস্তাকিম ইসলাম (৩৪) দুঁপচাচিয়া উপজেলার ছোট বেড়াগাও গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে মোঃ আব্দুর রহমান (৩৬)আসামীদের স্বীকারোক্তি অনুয়ায়ী চোরাই কাজের পাশাপাশি তাদের দেয়া তথ্যে অনুযায়ী বিভিন্ন এলাকা গরু চুরি করে বিক্রি করেন৷৷
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, চোর চক্র দেশের বিভিন্ন জেলায় এই ধরনের অপরাধ-কর্ম পরিচালনা করে আসছিলো। এর আগে থানায় গরু চুরির অভিযোগে একটি মামলা রুজু করা হয়। তারই তদন্ত সার্পেক্ষ এ বিষয়ে পুলিশের হাতে গুরুত্বপূর্ণ তথ্য এসেছে। এ সকল গরু চোর সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।