‘
মনজুরুল ইসলাম,এশিয়ান বাংলা নিউজ:
কুড়িগ্রাম জেলা পুলিশের উদ্যোগে ‘সবুজ করি কুড়িগ্রাম ‘ শ্লোগানে ১ম ধাপে ১০ হাজার চারাগাছ বিতরণের অংশ হিসেবে ১ম দিনে কুড়িগ্রাম পুলিশ লাইন্স স্কুল ও কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের ও মাসব্যাপী বিভিন্ন অপরাধে কুড়িগ্রাম কারাগারে বন্দি ছিল কিন্তু জুলাই মাসের প্রতিদিন জামিনে মুক্ত ব্যক্তিদের চারাগাছ বিতরন করা হয়। শিক্ষার্থীদের প্রতিটি গাছের সাথে দেয়া হয় মাননীয় প্রধানমন্ত্রীর উক্তি সংবলিত গাছের উপকারিতা বিষয়ক শুভেচ্ছা কার্ড।
চারাগাছ বিতরণ অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়। এসময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা শিক্ষা অফিসার মোঃ শামসুল আলম, পুনাক রংপুর রেঞ্জের সভানেত্রী জেসমিন মাহমুদ, পুনাক কুড়িগ্রামের সভানেত্রী নাজিয়া আফরোজ, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুকসানা পারভীন, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি জনাব রাজু মোস্তাফিজ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাক কুড়িগ্রামের অন্যান্য সদস্যবৃন্দ।
পুলিশ সুপার কুড়িগ্রাম আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন “গাছ মন ভালো রাখে, স্বচ্ছলও করে”। বাংলাদেশের কোন স্থান পতিত থাকবে না। সেই ধারাবাহিকতায় কুড়িগ্রাম জেলা পুলিশ ‘সবুজ করি কুড়িগ্রাম’ শ্লোগানে ১ম ধাপে ফলজ, বনজ, ঔষধী চারাগাছ বিতরণের উদ্যোগ গ্রহণ করেছ। এরই ধারাবাহিকতায় ১৮ জুলাই চারাগাছ বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হলো, পর্যায়ক্রমে আমরা আরো চারাগাছ বিতরণ করবো। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে তোমাদের যে গাছটি দিচ্ছি সেটা কোন সাধারণ গাছ নয়। এই গাছটি হলো তোমাদের দায়িত্ব এবং কর্তব্যের এক প্রতীক। তোমার সাথে সাথে এই গাছটিও বড় হবে এবং আগামী ২০ বছর পর তোমার প্রয়োজনে গাছটি তোমার বন্ধু হবে, পুঁজিতে পরিণত হবে গাছটি। তাই তোমাদের প্রতি আমার বিশ্বাস এই গাছটির সাথে সাথে তোমরাও দেশের ভবিষ্যত নিরাপদ রাখবে এবং একজন আদর্শ নাগরিক হিসেবে বেড়ে উঠবে।
কুড়িগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘সবুজ করি কুড়িগ্রাম’ উদ্যোগটি নিঃসন্দেহে কুড়িগ্রাম জেলা পুলিশের একটি ভালো উদ্যোগ যা কুড়িগ্রাম জেলাকে একটি সবুজ শহরে রূপান্তরিত করবে বলে আশা করি।
রংপুর রেঞ্জের ডিআইজি মোহাঃ আব্দুল আলীম মাহমুদ বিপিএম বলেন, জলবায়ু সহনীয় বাংলাদেশের জন্য গাছ লাগানোর কোন বিকল্প নেই। জেলা পুলিশের এই ইতিবাচক উদ্যোগকে আমরা স্বাগত জানাই। একটি গাছ আজীবনের বন্ধু। পৃথিবী ও প্রকৃতিকে বাচাতে হলে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমাদের সকলকেই গাছ লাগাতে হবে, গাছের যত্ন নিতে হবে।
শিক্ষার্থীদের মাঝে ও বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পুলিশের উদ্দোগে বৃক্ষরোপন ও চারাগাছ বিতরনের এই কার্যক্রম জুলাই মাস ব্যাপী অব্যাহত থাকবে।