কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুর উপজেলা নিয়ে গঠিত মহান জাতীয় সংসদের ২৭, কুড়িগ্রাম-৩ আসন। এই আসনে জেলা আওয়ামী লীগের সদস্য, আওয়ামী পরিবারের সন্তান, তরুণ প্রজন্মের প্রিয় মুখ পল্লী মানুষের নেতা মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। আগামী দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাজাদুর রহমান তালুকদার সাজু প্রতিদিন পাড়া মহল্লা ঘুরে আওয়ামীলীগের পক্ষে দলীয় নেতাকর্মী সমর্থকদের সাথে নিয়ে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরে নৌকা মার্কার পক্ষে জনমত গঠনে প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে ডিজিটাল বাংলাদেশের রুপকার সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার কর্মী হিসেবে তৃণমূল পর্যায়ে আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে নিয়ে কাজ করে যাচ্ছে। পারিবারিক ভাবে তার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার কুড়িগ্রাম-৩ আসনের সাবেক এমপি হিসেবে এলাকায় জনপ্রিয়। তার মাতা মোছাঃ সালেহা বেগম বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ উলিপুর উপজেলা শাখার সহ-সভাপতি। তার স্ত্রী নাছিমা রব্বানী, গোলাম হাবিব মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদে কর্মরত আছেন। সাজাদুর রহমান তালুকদার সাজু ১৯৮৪-৮৫ সন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ উলিপুর এমএস স্কুল শাখার সাধারণ সম্পাদক, ১৯৮৬-৮৯ সন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ উলিপুর সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক, ১৯৮৯-৯৫ সন পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগ উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক, ১৯৯৬-৯৮ সন পর্যন্ত বাংলাদেশ আওয়ামী যুবলীগ উলিপুর উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ২০০০-২০০৪ সন পর্যন্ত বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ উলিপুর উপজেলা শাখার আহ্বায়ক, বাংলাদেশ কৃষক লীগ জাতীয় কমিটির সদস্য, ২০০৫ সাল হতে বাংলাদেশ আওয়ামীলীগ উলিপুর পৌর শাখার বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং বর্তমানে সদস্য পদে আছেন। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ কুড়িগ্রাম জেলা শাখার সদস্য পদে থেকে আওয়ামীলীগের পক্ষে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তিনি রাজনৈতিক কারণে ১৯৮৪ সালে ১৫ বছর বয়সে কারাবরণ করেন। তিনি তালুকদার ফাউন্ডেশন ও ঢাকাস্থ পঞ্চায়েত ভিশন লিঃ এর নির্বাহী পরিচালক ও মেসার্স তালুকদার কনস্ট্রাশনের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ব্যবসার সাথেও যুক্ত রয়েছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংষ্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত। শিববাড়ী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, থেতরাই আব্দুল জব্বার কলেজের ম্যানেজিং কমিটির উপদেষ্টা যাদুপদ্মার আদর্শ সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি, উলিপুর লালদল সংগঠনের উপদেষ্টা, ফ্রেন্ডফেয়ার উলিপুরে উপদেষ্টা রেহানা স্পোটিং ক্লাবের সভাপতি সুপান্থ সংঘের প্রতিষ্ঠাতা সদস্য এবং ঢাকাস্থ কুড়িগ্রাম সমিতির সদস্য পদে থেকে বিভিন্ন সামাজিক ও সংষ্কৃতিক কার্যক্রম করে আসছেন। তার দাদা মরহুম আবুল কাশেম তালুকদার ১৯৫৪ সাল থেকে আমৃত্য আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমজাদ হোসেন তালুকদার ১৯৯১ সালে আওয়ামীলীগ থেকে নির্বাচিত কুড়িগ্রাম-৩ আসনের এমপি ছিলেন। আওয়ামী পরিবারের সন্তান সাজাদুর রহমান তালুকদার সাজু আগামী দ্বাদশ সংসদ জাতীয় নির্বাচনকে সামনে রেখে এলাকায় নির্বাচনী গণসংযোগ চালাচ্ছেন। বিভিন্ন বিষয় নিয়ে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশি সাজাদুর রহমান তালুকদার সাজু জানায়, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের সভা নেত্রী দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাঠ জরিপ করে মনোনয়ন দিলে ইনশাল্লাহ আমি মনোনয়ন পাবো। কারণ সাধারণ দলীয় নেতা, কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ আমার পাশে আছে। আমি এই আসনে নির্বাচিত হলে জনগণের কাঙ্খিত উন্নয়ন কাজ বাস্তবায়ন করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *