মোঃ মনির হোসেন ঝালকাঠি :
ঝালকাঠিতে ডিজেপার্টি বন্ধে প্রশাসনের ব্যাপক অভিযান সাউন্ড সিস্টেম তিনটি টলার সহ আটক ২০০যুবক।
শুক্রবার দিন ব্যাপী ঝালকাঠি ভিমরুলি পেয়ারা বাগানে পুলিশ ও প্রশাসনের ব্যাপক অভিযান চালিয়েছেন । অভিযানে গতকাল ছিল শান্ত পরিবেশ। এলাকাবাসী সাধুবাদ জানিয়েছেন প্রশাসনকে। সন্ধ্যার পরে ঝালকাঠি সুগন্ধা নদীর তীরে পৌর মিনিপার্কে ট্রলারে একাধিক ডিজে পার্টি আটক করেন পুলিশ।
ডিজে পার্টি যুবকদের শপথ বাক্য পাঠ করান ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ মহিতুল ইসলাম।
তিনি বলেন তোমাদের জন্য শান্তিতে কোন লোক বসবাস করতে পারে না উচ্চ স্বরে সাউন্ড বাজিয়ে
ট্রলারের নেচে নেচে পরিবেশ অশান্ত করে ফেলছে।
আমাদের কাছে ডিজে পার্টি নিয়ে অনেক অভিযোগ রয়েছে। ঝালকাঠিতে কোন ডিজে পার্টি হবে না।
তারপর প্রায় ২০০ যুবককে পৌর মিনি পার্কে ডিজে গান না চালাবার জন্য শপথ বাক্য পাঠ করান।
যুবুকরা বলেন আর কখনো আমরা ডিজে পার্টি করবো না। শপথ বাক্য পাঠ শেষে যুবকদের ছেড়ে দেওয়া হয়।
সাউন্ড সিস্টেম ও ট্রলার মালিকদের সতর্ক করে বলেন
ডিজে পার্টিদের কাছে আপনারা এসব ভাড়া দিবেন না।
এলাকার সাধারণ মানুষ পুলিশকে সাধুবাদ জানিয়েছেন ডিজে গান বন্ধে সাধারন মানুষ বলেন এখন যদি একটু শান্তিতে বসবাস করতে পারি।