মোঃ মনির হোসেন প্রতিনিধি :
“নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ “এই স্লোগান কে সামনে রেখে ঝালকাঠিতে পালিত হলো জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩।
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে মৎস্য সপ্তাহ।সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ,মোঃ মনিরুল ইসলাম উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রুহুল আমিন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
অনুষ্ঠানের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা ও জেলার মৎস্য জীবীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল ,অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ রুহুল আমিন,
প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক দুলাল সাহা প্রমুখ।
জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বলেন ঝালকাঠি জেলায় বিভিন্ন খালে খাঁচার ভিতর মৎস্য চাষ করা হবে।
তিনি আরো বলেন জেলায় মোট মাস উৎপাদন ১৬.৪৮৫ মে:টন মোট মাছের চাহিদা ১৪.৯৬২ মে:টনজেলার মোট উদ্বত্ত মাছ ১৫.২৩০ মে:টন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ঝালকাঠি জেলায় সামুদ্রিক মাছ আহরণ করার চিন্তাভাবনা রয়েছে। এবং বিলুপ্ত প্রজাতির মাছ সংরক্ষণ করা হবে।