ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী বাঁশজানী নামক গ্রামে বিগত ১৯৮৩ সাল থেকে জমিজমা নিয়ে দুটি পক্ষের দীর্ঘদিনের বিরোধ চলে আসছে। দেশের বিভিন্ন বিজ্ঞ আদালতে দফায় দফায় পাল্টাপাল্টি দেওয়ানী মামলাও রয়েছে উভয়পক্ষের নামে। মাঝেমাঝে সাময়িক সময়ের জন্য বিরোধ নিষ্পত্তি হলেও একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে আবার শুরু হয় পাল্টাপাল্টি দেওয়ানী মামলা। ক্ষনে ক্ষনে পাল্টাপাল্টি দায়ের করেন ফৌজদারী মামলাও।দীর্ঘ প্রায় ৩০ বছরে এলাকার শান্তি শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, বুঝিয়েছেন, নিষ্পত্তির উদ্যোগ নিয়েছেন ভূরুঙ্গামারী থানার অনেক অফিসার ইনচার্জ। প্রায়শই সময়ে গিয়েছেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারি পুলিশ সুপারবৃন্দ। শুধু তাই নয় অনেক বার অনেক জেলা পুলিশ সুপারবৃন্দও গিয়েছেন। এদিকে সাম্প্রতিক সময়ে জমিজমার দীর্ঘদিনের এই বিরোধকে কেন্দ্র করে গত ২০ জুলাই ২০২৩ তারিখ বাড়ি ভাংচুরের মামলা রুজু হয়।
আজ ২৭ জুলাই ২০২৩ তারিখ সেই ঘটনাস্থল পরিদর্শন করলেন কুড়িগ্রামের পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এসময় তার সঙ্গে ছিলেন ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (প্রবিঃ) এস এম ইস্রাফিল হাসান, ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমীন ও তদন্তকারী কর্মকর্তা এসআই নিরস্ত্র মোঃ রেজাউল আলম সরকার।
পুলিশ সুপার আল আসাদ মোহাম্মদ মাহফুজুল ইসলাম ঐ এলাকার গণ্যমান্য অনেকের কথা শুনেন। সাক্ষীদের নিবিড় জবানবন্দি শুনেন। পরে উভয় পক্ষকে বিজ্ঞ আদালতের রায় অনুযায়ী চলার সনিবর্ন্ধ অনুরোধ করেন।
দায়েরকৃত ফৌজদারী মামলায় পুলিশ রিপোর্ট দ্রুততম সময়ে বিজ্ঞ আদালতে নির্মোহভাবে শতভাগ পেশাদারিত্ব ও নৈর্বত্তিক ভাবে প্রেরণ করা হবে বলে সকলকে আশ্বাস প্রদান করেন পুলিশ সুপার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *