ফজিলা খাতুন।
বাংলা ও বাঙালি, আমার প্রাণের রঙ,
তুমি স্বপ্নের মায়া, আমার মনের আকাশের উজ্জ্বল তারা।
তোমার মাতৃভাষা মধুর, সুন্দর ও সাবলীল।
কবিতায় তুমি মেঘের বন্ধন, সুরে তুমি স্বর্গের মালা।
গর্ব করি, তোমার শক্তি, তোমার সৃষ্টি,
তুমি মহান ঐতিহাসিক বীর, সংস্কৃতি ও ঐতিহ্যে।
তোমার লক্ষ্য উচ্চ, স্বপ্ন বিশাল, প্রফুল্ল মন।
বাঙালি বাংলার উজ্জ্বল প্রতিমা, একাত্তরের শতাব্দী।
বাংলা কবিতার মাধুর্য, শব্দে কাব্য প্রবাহিত,
তোমার চিত্র গ্রাম মনকাড়া আকর্ষণ।
বাংলা ও বাঙালি, এক হৃদয়ে জীবনের সঞ্চার,
তোমার সম্পদ অমর, জীবনের সৌন্দর্য নিয়ে আহ্বান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *