লালমনিরহাট প্রতিনিধিঃ
“গাছ লাগিয়ে যত্ন করি – সুস্থ প্রজম্মের দেশ গড়ি” এ প্রতিপাদ্যে লালমনিরহাটে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্যদিয়ে ৭দিনব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে। রোববার বিকালে জেলা মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গনে অনুষ্ঠিত বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড, মতিয়ার রহমান। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বৃক্ষমেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।
রংপুর বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মোহাম্মদ মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন, সাবেক এমপি এ্যাড, সফুরা বেগম রুমী, পুলিশ সুপার সাইফুল ইসলাম, পৌরসভার মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ। অনুষ্ঠানে জেলা বন বিভাগের কর্মকর্তা, কর্মচারি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পরে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।