আকতার হোসেন্ ,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি ॥ ঝরে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ব্যাপকভাবে ছড়িয়ে দিতে নাসিরনগরে রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্প আয়োজিত শনিবার বিকালে মাঠ পর্যায়ে আনন্দ স্কুল ব্যবস্থাপনা ও মনিটরিং বিষয়ক শিক্ষক শিক্ষিকাদের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। নাসিরনগর সদর পরিষদ মিলনায়তনে ট্রেনিং কো-অর্ডিনেটর মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিচিং আউট অব স্কুল চিলড্রেন (রস্ক) প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. এম মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-প্রকল্প পরিচালক (উপ-সচিব) মোঃ শাহাদাত হোসাইন, উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম,উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ ইকবাল মিয়া,সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রবিউল আলম,মাহবুবুর রহমান। সভায় ড. এম মিজানুর রহমান তার বক্তব্যে বলেন শিক্ষকতা একটি মহান পেশা, আপনারা যারা ঝড়ে পড়া শিক্ষার্থীদের পাঠ দান কার্যক্রম প্রদান করছেন তারা সমাজে অত্যন্ত গর্বিত। এই শিক্ষকতা পেশায় যারা ফাঁকি দেন,তারা ঝড়ে পড়া শিক্ষার্থীদের অনেক বড় সর্বনাশ করেন। তাই সঠিকভাবে দায়িত্বপালন করতে না পারলে অন্যদের সঠিকভাবে দায়িত্ব পালনে সুযোগ করে দেবেন আশা করি। তিনি নাসিরনগর শিক্ষক শিক্ষিকাদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।এ কর্মশালায় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০ প্রধান শিক্ষকও অংশ নেন।