ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
ভূরুঙ্গামারীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী পালন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা। এসময় বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) তাহমিদুল ইসলাম, ওসি রুহুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহজাহান সিরাজ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মহি উদ্দিন আহমেদ, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ শামীমা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ। পরে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে যুব উন্নয়নের উদ্যোগে উপজেলা পরিষদ পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ ও উপস্থিত জনসাধারণের মধ্যে শতাধিক গাছের চারা বিতরণ করা হয়।