নুরে আলম শাহ, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ে সরকারি শিশু পরিবারে (বালিকা) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী
বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে নব নির্মিত অ্যাম্ফিথিয়েটার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ৮ আগস্ট) বিকেলে সরকারি শিশু পরিবারে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের
৯৩ তম -জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে
নব নির্মিত অ্যাম্ফিথিয়েটার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
জেলা মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌসী’র সভাপতিত্বে
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ সোলায়মান আলী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক, মোঃ আল মামুন,উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান প্রমুখ।
শিশুদের সাংস্কৃতিক চর্চার মাধ্যমে সুস্থ ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত বছর এই দিনে আজকের এই অ্যাম্ফিথিয়েটারের পরিকল্পনা করেছিলেন জেলা প্রশাসক পত্নী, মহিলা ক্রীড়া সংস্থা ও লেডিস ক্লাবের সভাপতি জান্নাতুল ফেরদৌসী।বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের ৯৩ তম -জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে অ্যাম্ফিথিয়েটারটি শিশুদের উপহার দিতে পেরে তিনি খুবই আনন্দিত।এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুল ইসলাম,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শামছুজ্জামান আসিফ,সরকারি শিশু পরিবার (বালিকা)উপ তত্ত্বাবধায়ক রিক্তা বানুসহ শিশু পরিবারের শিক্ষক শিক্ষার্থীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার জাকির হোসেন ইমন।