মোল্লা হারুন উর রশীদ
কুড়িগ্রাম নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসান এর একক প্রচেষ্টার তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনাকে সম্মান প্রদর্শন করে তার কর্মস্থল কালিগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে বিভিন্ন জাতের দেশীয় সবজি চাষ করে দৃষ্টি নন্দিত করেছেন। পতিত জমিতে সবজি চাষ করে তিনিন এলকায় মানুষের কাছে সুনাম অর্জন করেছেন। তার এই সবজি চাষ পদ্ধতি দেখে পাশ্ববর্তী অনেক অফিসে পতিত জমিতে এ কার্যক্রম করবে বলে প্রস্তুতি নিচ্ছেন। এ কার্যক্রম দেখে এলাকার দুষ্ট প্রকৃতির মানুষ গত ১১/৬/২৩ এ ১০/১২ টি কুমড়া গাছ কর্তন করে। এরই আলোকে ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসান একটি মামলা দায়ের করেন নাগেশ্বরী থানায়।
এ ব্যাপারে ভূমি সহকারী কর্মকর্তা মোহদী হাসান বলেন, টেলিভিশনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শুনে আমার অফিসের পতিত জমিতে সবজি চাষ শুরু করেছি। আমার এ কার্যক্রম দেখে আসে পাশের অফিসের সকলেই উৎসাহ পাবে। পতিত জমিতে সবজি চাষ করে মানুষ যাতে কিছুটা হলেও সবজি চাহিদা মেটাতে পারে খেতে পারে এই জন্য আমার এই উদ্যোগ। আমার এই উদ্যোগ দেখে এলাকার দুষ্ট প্রকৃতির মানুষ ১০/১২টা কুমড়া গাছ কেটে দিয়েছে। আমি মামলা করেছি নাগেশ্বরী থানায়। এর কোন সমাধান পাই নাই।
এ ব্যাপারে এস আই রেজাউল করিম বলেন, আসামীর জন্ম সনদ পাই নাই জন্মসনদ পেলে আসামীর প্রসিকেশন দিবো বলে ফোন কেটে দেন।
প্রসঙ্গত- লাউ, মিষ্টিকুমড়া, ঢেড়স,বেগুন,পেঁপে সহ অনেক সবজি চাষ করে দৃষ্টি নন্দিত করেছেন এই ভূমি সহকারী কর্মকর্তা মেহেদী হাসান।