মোঃ রফিকুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশ পুলিশ সম্মিলিত সহযোগিতায় একটি মানবিক, স্বনির্ভর ও স্মার্ট বাংলাদেশের পথে যে অপ্রতিরোধ্য অগ্রযাত্রা, তার নির্মোহ অংশীদার হিসাবে কঠিন ও কঠোর পরিশ্রম করে যাচ্ছে সার্বক্ষণিক। গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাদকের বিরুদ্ধে যে শুন্য সহনীয়তা নীতি তা বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে পুলিশ।
এরই ধারাবাহিকতায় নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম আজ ২১ আগস্ট ২০২৩ তারিখ রাত আনুমানিক ০৪:২৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানাধীন সন্তোশপুর ইউনিয়নের বিন্নাবাড়ী এলাকায় মাইক্রোবাসে মাদক লোড করার সময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে চলে যায় এবং অপর মাদক কারবারি ফুলবাড়ীর অনন্তপুর ঘুগুরহাট এলাকার কুখ্যাত মাদক কারবারি মোঃ ছয়ফুল আলী তার সাথে থাকা বস্তা ফেলে দৌড়ে পালানোর সময় তাকে গ্রেফতার করে এবং ঘটনাস্থল থেকে দুইটি সাদা বস্তায় মোট ১ মন (৪০ কেজি) গাঁজা উদ্ধার করে নাগেশ্বরী থানা পুলিশ।