মোঃ হাসান আলী( সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় বৃক্ষ্যমেলা বৃহস্পতিবার সকালে থেকে বাজার ষ্টেশন মুক্তির সোপানে শুরু হয়েছে । মেলার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান । এর আগে জেলা প্রসাশকের কার্যালয় থেকে র্যালী মেলা প্রঙ্গনে এসে শেষ হয় । পরে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান,সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সেলিনা বেগম সপ্না, সহকারি বন সংরক্ষক মোহাম্মদ হোসেন, ররি মুক্তিযোদ্ধা সোহরাব আলী প্রমুখ । মেলায় উন্নত জাতের বিভিন্ন ফল, ফুল ও কাঠের চারার ৪০ টি স্টল নির্মান করা হয়েছে । শুরু থেকেই চারা ক্রেতাদের ভীড় পরিলক্ষিত হয় । মেলা শেষ হবে ৩০ আগষ্ট।