বিশেষ প্রতিনিধিঃমোঃখলিলুর রহমান, “এশিয়ান বাংলা নিউজ
চাঁদপুরে শিক্ষার্থীদের পিটের উপর বানানো “মানব সেতুতে” হাটার ঘটনায় হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারীসহ তিন জনকে দায়ী করেছ তদন্ত কমিটি। গতকাল জমা দেয়া তদন্ত কমিটির প্রতিবেদনে এ তিনজনকে দায়ী করার বিষয়টি উঠে এসেছে।
গতকাল চট্রগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ রুহল অামিনের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় কমিটি।
এ বিষয় তদন্ কমিটির প্রধান চট্রগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) সৈয়দ সারোয়ার জাহান,
ঘটনাটি অত্যন্ত ” অমানবিক”। ঘটনা যেভাবে পএ-পএিকায়
এসেছে সেভাবেই ঘটেছে। ঘটনা সংঘটিত হওয়ার প্রমাণ অামরা তদন্তে পেয়েছি। কোমলমতি বাচ্চদের পিটের উপর এভাবে জুতো নিয়ে চড়া কোন সভ্য সমাজে হতে পারে বলে মনে হয় না। তবে শাস্তির সুপারিশ তদন্ত কমিটি করেনি বলে জানা গেছে। শুধু অভিযোগের সত্যতা পাওয়া গেছে সেটাই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে বিভাগীয় কমিশনারের কাছে জমা দেয়া এ তদন্ত প্রতিবেদন স্হানীয় সরকার বিভাগে পাঠানো হবে। এর পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্হা হবে। হাইমচরের উপজেলার চেয়ারম্যান নুর হোসেন পাটোয়ারী বিষয়ে সৈয়দ সারোয়ার জাহান বলেন, তিনি অামাদের কাছে ভুল স্বীকার করেছে। বলেছেন – তার ভুল হয়ে গেছে। অার স্কুল স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান এবং প্রধান শিক্ষকের উপস্হিতিতে ও তাদের অায়োজনেই ওই ঘটনা ঘটেছিল।