বিশেষ প্রতিনিধিঃ মোঃখলিলুর রহমান
চট্টগ্রাম: হাটহাজারীর মুরগির হাট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপরে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একটি কোকারিজ, হার্ডওয়্যার ও সাইকেল বিক্রির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ২টা ৪৫ মিনিটে হঠাৎ করে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরবর্তীতে স্থানীয়রা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে চেষ্টা করলেও তা আয়ত্বের বাইরে চলে যায়। এরপর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বিকেল চারটা ২২ মিনিটে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়।
কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনও নিশ্চিত করতে পারেনি কেউ। কেউ বলছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আর কেউ বলছে সিগারেটের আগুন থেকেই এই ঘটনার সূত্রপাত।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের অপারেটর রুপন কান্তি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি। পাশাপাশি কি থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেই বিষয়ে আমদের হাতে এখনও প্রতিবেদন আসেনি।