মনজুরুল ইসলাম এশিয়ান বাংলা নিউজ
মঙ্গলবার ১২ সেপ্টেম্বর ২০২৩ ইং চলমান ৪৮শ বুনিয়াদি কোর্সের অংশ হিসেবে মাঠ সমীক্ষা কার্যক্রমে অংশগ্রহণের নিমিত্তে ০৮ জন প্রশিক্ষনার্থী সহকারী জজ/ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদেরকে কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানান পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ রাকিবুল হাসান, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ এ.কে.এম ওহিদুন্নবী সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কুড়িগ্রামের পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রশিক্ষনার্থীনের মাঝে পরিচয়পর্ব শেষে কুড়িগ্রাম জেলা সম্পর্কে ও জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত জানান পুলিশ সুপার। এছাড়াও প্রশিক্ষনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ সুপার। কুড়িগ্রাম জেলায় আগত ৪৮শ বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীবৃন্দ সকলে সম্মিলিতভাবে সদাশয় সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরো তরান্বিত করার প্রেরণা ও প্রেষণা ব্যক্ত করেন।

কুড়িগ্রাম জেলায় আগত ৪৮শ বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষনার্থীবৃন্দরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার সহকারী জজ মোঃ মুসতানসীর হাসান চৌধুরী, ঝিনাইদহ জেলার সহকারী জজ গোপাল চন্দ্র সরকার, যশোর জেলার সহকারী জজ সুজাতা আমিন, বাগেরহাট জেলার সহকারী জজ মোঃ তুহিনুল ইসলাম, কক্সবাজার জেলার সহকারী জজ আবদুল মান্নান, বরগুনা জেলার সহকারী জজ মোঃ সিহাবুর রহমান, ফরিদপুর জেলার সহকারী জজ আবির হোসেন, নোয়াখালী জেলার সহকারী জজ সখিনা আক্তার।

প্রশিক্ষণরত সম্মানিত বিচারকবৃন্দ ইতিপূর্বে ভুরুঙ্গামারীতে জেলা পুলিশের ক্রাইম প্রিভেনশন ক্লিনিকেও অংশগ্রহন করেন। তারা কুড়িগ্রামে বিচার, প্রশাসন ও পুলিশ বিভাগের সুদৃঢ় সমন্বয়, সম্প্রীতি, মেলবন্ধন ও ন্যায্যতার ভিত্তিতে নাগরিকসেবার মান দেখে সংশ্লিষ্ঠ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন