বিশেষ প্রতিনিধি
চাটমোহরের হান্ডিয়ালে গতরাতে ১৫ পি ইয়াবা ও ৯ পুরিয়া গাঁজাসহ বাঘলবাড়ি গ্রামের মান্নান আলীর বাড়ির পার্শ্ববর্তী স্থান থেকে ৫ মাদকসেবীকে আটক করেছে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ। আটককৃতরা হল বাঘলবাড়ি গ্রামের এন্তাজ আলী (৩২) ও আঃ রহমান (৪২), বহিরগাতী গ্রামের সেরাজুল ইসলাম, হামকুড়িয়া (তাড়াশ থানা) গ্রামের খোকন(৩০), মহিষ রৌহালী (তাড়াশ) গ্রামের সাইফুল ইসলাম (৪০)।
এব্যাপারে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইন চার্জ শাহীন রেজা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে এবং মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। হান্ডিয়াল থেকে মাদক মুক্ত করা হবে।