hasan-al-mamun

ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে পারিবারিক কলোহের জের ধরে ৮ম শ্রেণী পড়–য়া মেধাবী ছাত্র হিমেল গুরুতর জখম অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হাসপাতাল ও বিশ্বস্ত সুত্রে জানা গেছে, পারিবারিক কলোহের জের ধরে উপজেলার সদর ইউনিয়নের ইমামনগর গ্রামের হাবিবুর রহমান মাষ্টারের ছেলে ও বাচ্চামারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণী পড়–য়া মেধাবী ছাত্র হাসান আল-মামুন হিমেল(১৩) প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ৯টায় স্কুল যাবার পথে ভোলাহাট কলেজ সংলগ্ন রাস্তায় পূর্ব পার্শ্বে আগে থেকে ওঁৎ পেতে থাকা একই গ্রামের আজিমুদ্দিনের মাদকাসক্ত ছেলে আব্দুল আলিম(৩১) অতর্কিত হাসানকে মেরে ফেলার উদ্দ্যেশ্যে হামলা চালায়। ঐ সময়ে আব্দুল আলিম হাসানের গলার শ্বাসরোধ করে হাতে থাকা ইট দিয়ে আঘাত করতে থাকে, এতে ছোট্ট শিশু হাসান ওরফে হিমেল ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মুহুর্তে আহত হাসানের বাড়ীতে কর্মরত শ্রমিকরা দ্রুত ঘটনাস্থলে এসে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। অবস্থা বেগতিক হওয়ায় দ্রুত হাসপাতালের কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
এ ব্যাপারে মাদকাসক্ত আব্দুল আলিমের সাথে যোগাযোগ করা হলে বিষয়টি সম্পুর্ণ অস্বীকার করেন। তরে এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোলাহাট থানায় মামলার প্রক্রিয়া চলছিলো বলে আহতর স্বজনেরা জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন