খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে রিলিফ পাবলিক মডেল স্কুলে স্কলার ডে এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার রিলিফ পাবলিক মডেল স্কুল চত্বরে স্কলার ডে উপলক্ষে ক্রেস্ট ও সনদপত্র এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন রিলিফ পাবলিক মডেল স্কুলের চেয়ারম্যান আনিসুজ্জামান শাহ্, অধ্যক্ষ শাহীন আলম, বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের প্রভাষক ও লেখক শাহ জামান সরকারসহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক -শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।