ফারহানা আক্তার,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাট কালাইয়ে একই পরিবারের তিনজন কিশোর ও শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। তাদের সন্ধান চেয়ে থানায় অভিযোগ দায়ের করেন পিতা শাহীন প্রামানিক (৪১)। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিয়ে তাদের কোনো সন্ধান না পেয়ে হতাশ হয়ে পড়েছেন তার পরিবার।
নিখোঁজ হওয়া কিশোর ও শিশুরা কালাই উপজেলার দুরঞ্জ গ্রামের শাহীন প্রামাণিক এর মেয়ে শায়লা খাতুন (১১) শাকিলা (১৩) লয়লা (০৭)।
কালাই থানায় সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর সকাল ৯ টার দিকে ভুক্ত ভোগীর মেয়ে শায়লা (১১) নিজ বাড়ী থেকে নিখোঁজ হয়৷ বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়ি খোঁজা খুঁজি করে না পেয়ে ঐ দিনই ভিক্টিমের মা মোর্সেদা বেগম থানায় লিখিত অভিযোগ করেন৷ এর পর গত ২১ সেপটেম্বর আনুমানিক বিকেল ৪ ঘটিকার সময় অজ্ঞাত দুইজন মহিলা মেয়ে শায়লাকে তার বাড়িতে নিয়ে আসে। তখন অজ্ঞাত দুই মহিলার বলে শায়লা মেয়েটিকে জয়পুরহাট রেল ষ্টেশনে পাওয়ার পর তার কাছ থেকে নাম, ঠিকানা জেনে শাহীনের বাড়িতে শায়লাকে পৌছে দিতে আসে অজ্ঞাত দুই মহিলা ৷ তখন সরল বিশ্বাসে শাহীন তাদের আপ্পায়ন করে এবং তারা রাত্রি যাপন করে। তিন মেয়ে সহ অজ্ঞাত দুই নারী ঘুমিয়ে পরেন। রাতের এক সময় শাহীন প্রসাব সেরে ঘরে লক্ষ করে দেখতে পাই অজ্ঞাত ওই নারীসহ তার তিন সন্তান ঘরে নেই। এ চিৎকার চেঁচামেচি হলে আশপাশের লোকজন এসে অনেক খোঁজা খুঁজি করে তাদের কাওকে পাওয়া যায়নি৷
এবিষয়ে কালাই থানার ওসি ওয়াসিম আল বারী জানান, একই পরিবারের তিন কন্যা শিশু নিখোঁজ হওয়ার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে দ্রুত সম্ভব আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হব৷